রুশ অধিকৃত ভূখণ্ডে হামলায় ৫০ জনেরও বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দির মৃত্যুর ব্যাপারে তদন্তের অনুমতি দেওয়ার জন্য জাতিসংঘ এবং রেড ক্রসের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মাণ করা হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে ইউক্রেন হামলা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল স্থানীয় সময় শুক্রবারের হামলায় অন্তত ৪০ যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছে।
এরই মধ্যে রেড ক্রস জানিয়েছে, তারা কারাগারে প্রবেশের চেষ্টা করছে।
আহতদের সরিয়ে নেওয়া এবং চিকিৎসা দেওয়ার ব্যাপারে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকার কথাও জানানো হয়েছে।
ওই স্থানে হামলার ব্যাপারে অবশ্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করেছে।
বেনামি একটি সূত্র থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া স্থানে বিছানা এবং খারাপভাবে পোড়া মরদেহের জটলা রয়েছে।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (হিমার্স) শুক্রবার ওলেনিভকাতে একটি প্রাক-বিচার কারাগারে আঘাত করেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সেখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের রাখা হয়েছিল। তাদের মধ্যে আজভ ব্যাটালিয়নের যোদ্ধারাও ছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছে এবং ৭৫ জন আহত হয়েছে। কারাগারের আটজন কর্মী আহত হয়েছেন।
যদিও রাশিয়ার সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র : রয়টার্স, বিবিসি।