অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে পর্যটকের ভিড়

 অপা’ বাড়ির সামনে পর্যটকরা সেলফি তুলছেন- ছবি: আনন্দবাজার পত্রিকা ‌ ‌

এবার শান্তিনিকেতনেও পাওয়া গেল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি। শিক্ষক নিয়োগে দুর্নীতি-কাণ্ডের আবহে প্রান্তিকের ফুলডাঙা এলাকায় ‘অপা’ নামে একটি বাড়িকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরে সেই জল্পনা সত্যি বলেই প্রমাণিত হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়া শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা।

তার নামেই যে ওই বাড়ির দলিল, তা জানা গেছে শনিবার। সেই বাড়ি দেখতে এখন ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

জানা গেছে ০.১৭ একর (১০ কাঠার বেশি) জমিতে তৈরি হয়েছে ওই বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, অর্পিতাকে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতে দেখা যেত। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে কেউ কখনো দেখতে পাননি।

 শনিবার ‘অপা’ নামে বাড়িটির সামনে দেখা যায় পর্যটকদের ভিড়। অনেকে সেখানে দাঁড়িয়ে সেলফিও তোলেন।

কলকাতা থেকে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলেন শেখর রেড্ডি। তিনি বললেন, ‘আমরা শান্তিনিকেতন ঘুরতে এসেছি। সংবাদমাধ্যমে ‘অপা’ নামে বাড়িটার খবর পেয়ে তা দেখতে এসেছি। ’

একই ধরনের কথা বললেন শেখরের আত্মীয় শ্রাবণী রেড্ডি। তার কথায়: ‘টাকার পাহাড় স্বচক্ষে দেখতে পারিনি। এত কাছে আছি। তাই এই বাড়িটা নিজের চোখে দেখে গেলাম। ’

সাবেক মন্ত্রী পার্থ এবং অর্পিতাকে জেরা করে এই বাড়ির খোঁজ পান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কর্মকর্তারা। অনেকেরই দাবি, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর নিয়েই নামকরণ বাড়িটির।

অর্পিতার একাধিক ফ্ল্র্যাটে অভিযান চালিয়ে ৪০ কোটি রুপির বেশি নগদ অর্থ এবং বিপুল পরিমাণ সোনার বার ও গয়না পাওয়া গেছে। মিলেছে সম্পত্তির দলিলসহ অনেক কাগজপত্রও। উদ্ধার নথিপত্রের ভিত্তিতে কলকাতা, শান্তিনিকেতনসহ রাজ্যের একাধিক জায়গায় বেশ কিছু জমি ও বাড়ির খোঁজ মিলেছে। সেগুলোর প্রায় সব কয়টিরই মালিকানা একসময়ের অভিনেত্রী অর্পিতার নামে।

আপাতত অর্পিতা ও পার্থ ইডির হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশে ৩ আগস্ট পর্যন্ত তাঁরা ইডি হেফাজতেই থাকবেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY