কংগ্রেসের নিম্নকক্ষে অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস

বন্দুক নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে কয়েক দশকের মধ্যে প্রথমবার একটি বিল পাস হয়েছে। অবাধে গণগুলির পরিপ্রেক্ষিতে শুক্রবার আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করে বিলটি পাস হয়। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, প্রয়োজনীয় সমর্থনের অভাবে সিনেটে প্রস্তাবটি মুখ থুবড়ে পড়বে।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অস্ত্র নিয়ন্ত্রণের প্রস্তাবটি ২১৭ বনাম ২১৩ ভোটে পাস হয়।

নিয়ম অনুযায়ী, এটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। বলা হচ্ছে, সেখানে রিপাবলিকান শিবিরের বিরোধিতার মুখে পড়বে প্রস্তাবটি। কারণ এ নিয়ে তাদের অনাগ্রহ দীর্ঘদিনের।

যুক্তরাষ্ট্রে বন্দুকসংশ্লিষ্ট অপরাধে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। অস্ত্র নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট প্রশাসন সোচ্চার হলেও এখন পর্যন্ত মাত্র দুজন রিপাবলিকান তাদের সঙ্গে সুর মিলিয়েছেন।

বর্তমান সিনেটের ১০০ সদস্যের মধ্যে ডেমোক্র্যাট শিবিরের আসন ৫০টি। আইনটি বিবেচনায় নিতে কমপক্ষে ১০ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন।

মার্কিন কংগ্রেস ১৯৯৪ সালে ১০ বছরের জন্য অ্যাসল্ট রাইফেল ও উচ্চ সক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ করে। কিন্তু ২০০৪ সালে এর মেয়াদ শেষ হয়। এরপর এসব অস্ত্রের বিক্রি বাড়ে।

শুক্রবার বিল পাসের পর হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সর্বশেষ বিলটি ‘আমাদের দেশের বন্দুক সহিংসতার ভয়ানক মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ’ বিলটি কার্যকর করা সম্ভব হলে আধাস্বয়ংক্রিয় এসব অস্ত্রের বিক্রি, আমদানি, বাজারজাত ও হস্তান্তর নিষিদ্ধ করা যাবে। তাত্পর্যপূর্ণ বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বন্দুক হামলায় এসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে।

গত মে মাসে নিউইয়র্কের বাফেলোর সুপারমার্কেটে একজন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর গুলিতে ১০ জন কৃষ্ণাঙ্গ নিহত হয়। একই মাসে টেক্সাসের উভালদে শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক তরুণের গুলিতে দুই শিক্ষক ও ১৯ শিশু প্রাণ হারায়। গত ৪ জুলাই হাইল্যান্ড পার্কে গুলিতে সাতজন প্রাণ হারায়।  

উভালদের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন আইন প্রণেতাদের উদ্দেশে অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের আহ্বান জানান। এ ছাড়া বন্দুক ক্রেতার বয়স ১৮ থেকে ২১ বছরে উন্নীতকরণের আহ্বান জানান।

কিন্তু রিপাবলিকান আইন প্রণেতারা মনে করেন, এ ধরনের বিধি-নিষেধ বন্দুক ব্যবহারের সাংবিধানিক অধিকার নষ্ট করবে।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘প্রতিবছর ৪০ হাজার আমেরিকান গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং যুক্তরাষ্ট্রে শিশুদের প্রধান হন্তারক হয়ে উঠেছে বন্দুক। ’ তিনি আরো বলেন, ‘আমরা জানি যে অ্যাসল্ট অস্ত্র এবং বড় সক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ করা হলে জীবন বাঁচবে। ’

হাউসের একটি কমিটি চলতি সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বন্দুক প্রস্তুতকারকরা গত দশকে এআর-১৫ নকশার আধাস্বয়ংক্রিয় বন্দুক বিক্রি করে ১০০ কোটি ডলার আয় করেছে।

ডেমোক্র্যাট প্রতিনিধি ক্যারোলিন ম্যালনি বলেন, ‘বন্দুকের শিল্প মালিকরা আমাদের চারপাশ, স্কুল, এমনকি আমাদের গির্জা ও সিনাগগে পর্যন্ত এসব প্রাণঘাতী অস্ত্র ছড়িয়ে দিয়েছে এবং ধনী হচ্ছে। ’

অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি জেমস কোমার বলেন, ‘বন্দুক প্রস্তুতকারকরা সহিংস অপরাধ ঘটায় না, সন্ত্রাসীরা ঘটায়। ’ তিনি জানান, তাঁরা বন্দুক আইন মেনে চলা প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় সমর্থন অব্যাহত রাখবেন। সূত্র : এএফপি

LEAVE A REPLY