ইরাকের পার্লামেন্টে আবারও ঢুকে পড়ল বিক্ষোভকারীরা

নিরাপত্তা বলয় ভেঙে ইরাকের পার্লামেন্টে ঢুকে পড়েছে শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থক বিক্ষোভকারীরা। স্থানীয় সময় শনিবারের ঘটনায় আহত হয়েছে অন্তত ১২৫ জন। এতে আরো উত্তপ্ত হয় উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।

গার্ডিয়ান জানিয়েছে, শনিবার বাগদাদে বেশির ভাগ বিদেশি দূতাবাস ও সরকারি কার্যালয় থাকা গ্রিন জোনের কংক্রিটের দেয়াল ভেঙে ফেলে আল-সদরের কয়েক হাজার সমর্থক।

পরে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

গত বুধবারও একই ধরনের বিক্ষোভ দেখিয়ে পার্লামেন্টে ঢুকেছিল সদরপন্থীরা। তবে গতকালের ঘটনায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক ও ২৫ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে।

আল-সদরের সমর্থকরা পুলিশের দিকে ইট-পাথর নিক্ষেপ করে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ে তাদের প্রতিরোধের চেষ্টা করে।

আবু ফোয়াদ নামের এক বিক্ষোভকারী বলেছেন, ‘আমরা একটি দুর্নীতিমুক্ত সরকারের দাবি জানাচ্ছি। এটা জনতার দাবি। ‘

সূত্র : গার্ডিয়ান

LEAVE A REPLY