মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, ৫ পুলিশ ক্লোজড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হাইওয়ে পুলিশের কুমিল্লা সার্কেল অফিসে যোগদান করেন। ৫ জন মুহুরীগঞ্জ হাইওয়ে থানার পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী অংশে ২৭ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম  মহাসড়ক। এ মহাসড়কে দীর্ঘদিন ধরে হাইওয়ে পুলিশ পরিবহণ থেকে গণচাঁদাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় হাইওয়ে পুলিশ তল্লাশির নামে গাড়ি থাকিয়ে চালাকদের কাছ থেকে টাকা নেয়। টাকা না দিলে মামলা দেওয়ার হুমকি দেয়। তাদের চাঁদা আদায়ে অন্যতম হাতিয়ার হচ্ছে সিএনজি অটোরিকশা। তাদের টোকেনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশা চলত।

এ অভিযোগে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই বিজয়, কনস্টেবল আসলাম কাজী, সাজ্জাদুল বারী, কিশোর ও আহসান হাবিবকে প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি এ বিষয় কিছু জানেন না। ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে তাদের রিলিজ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY