গোতাবায়ার প্রত্যাবর্তন চান না শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পদত্যাগ করেছিলেন। ইতো মধ্যেই গোতাবায়ার দেশে ফেরার ব্যাপারে গুঞ্জন সৃষ্টি হয়েছে।  

তা নিয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এমনকি গোতাবায়া রাজাপক্ষে এখনই দেশে ফিরে আসুক, তা চান না শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গতকাল রবিবার বলেছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশে ফিরে আসার এটি সঠিক সময় নয়। কারণ এটি রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।

রনিল বিক্রমাসিংহে বলেছেন, আমি বিশ্বাস করি না যে- তার ফিরে আসার সময় হয়েছে। আমার কাছে তার শিগগিরই ফিরে আসার কোনো ইঙ্গিত নেই।

শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে রেহাই পেয়ে বিদেশে পালিয়ে যান গোতাবায়া।

শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে গেছেন গোতাবায়া। এরপর থেকে দেশটিতেই অবস্থান করছেন তিনি।

সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY