তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে সরকার

সরকার সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে ওই নিয়োগের সিদ্ধান্তের কথা জানায়।  

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোতে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন। তিনি বিএসএস (পররাষ্ট্র) ক্যাডারের নবম ব্যাচের পেশাদার কর্মকর্তা।

ডেনমার্কে বাংলাদেশে রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকীকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। এদিকে ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।

LEAVE A REPLY