মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার আভাস

আজ রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল রবিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। গতকাল দেশে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে

LEAVE A REPLY