আঙুলের চোট কেড়ে নিল নুরুলকে

এক সিরিজের অধিনায়ক নুরুল হাসান সোহানের আর পুরো সিরিজে নেতৃত্ব দেওয়া হলো না বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির সময় পাওয়া আঙুলের চোট সিরিজের শেষ ম্যাচ তো বটেই, তাকে কেড়ে নিয়েছে সফরের বাকি অংশ থেকেও। অর্থাৎ এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না এই উইকেটরক্ষক-ব্যাটারকে। বাঁ হাতের তর্জনীতে চিড় ধরা পড়ায় নুরুলকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে রবিবার ৭ উইকেটে জিতে বাংলাদেশের সিরিজে সমতা ফেরানোর দিনই পেসার হাসান মাহমুদের বোলিংয়ে কিপিং করতে গিয়ে চোট পান নুরুল। এক্স-রে করানোর পর চিড়ও ধরা পড়ায় সফরের বাকি অংশে তাকে আর না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘এ ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগে। তাই মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি এবং আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন নুরুল। ‘

LEAVE A REPLY