রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজটি সোমবার তুরস্কের উদ্দেশে দেশটির গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে গেছে। ওই জাহাজ ছেড়ে যাওয়ার খবরকে ‘খুব ইতিবাচক’ বলে মন্তব্য করেছে রাশিয়া।বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে।
ওই জাহাজ ছেড়ে যাওয়ার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, প্রথম জাহাজটি ছেড়ে যাওয়ার খবর খুবই ইতিবাচক। ইস্তাম্বুলে আলোচনায় সম্মত হওয়া বিষয়গুলোর কার্যকারিতা পরীক্ষা করার এটা একটি ভাল সুযোগ।
প্রসঙ্গত, ওডেসা ছেড়ে যাওয়া সিয়েরা লিয়নের পতাকাবাহী রাজোনি নামের জাহাজটি লেবাননে যাবে। যাত্রাপথে মঙ্গলবার এটি ইস্তানবুল বন্দরে বিরতি করবে বলে জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।
ইস্তানবুলে গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহণ চুক্তি হয়। মূলত জাতিসংঘের আহ্বানে তুরস্ক এ শস্য রপ্তানি প্রক্রিয়ায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে মধ্যস্থতা করে।