ভারতের পশ্চিমবঙ্গে জেলা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ছয় মাসের মধ্যে জেলার সংখ্যা বাড়ানো হবে বলে গতকাল সোমবার জানান তিনি।
আকারে বাংলাদেশের চেয়ে কিছু ছোট রাজ্য পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা ২৩টি। নতুন সাতটি জেলা বাড়িয়ে সে সংখ্যা করা হবে ৩০টি।
নতুন জেলাগুলোর সম্ভাব্য নামও গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ঘোষিত প্রথম নতুন জেলার নাম হবে সুন্দরবন। বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে তৈরি হবে এই জেলা। দ্বিতীয় জেলার নাম রাখা হচ্ছে ইছামতী। বনগাঁ মহকুমাকে নিয়ে হবে এই নতুন জেলা।
তৃতীয় নতুন জেলা হবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা নিয়ে, যার নাম পরে ঘোষণা করা হবে।
চতুর্থ জেলা রানাঘাট। নদীয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা। পঞ্চম জেলা বিষ্ণুপুর। বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই জেলা।
ষষ্ঠ জেলার নাম হবে কান্দি। মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে এটি। আর সপ্তম নতুন জেলা হবে বহরমপুর। মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন এই জেলা।
এখন পশ্চিমবঙ্গের জেলাগুলো হলো—আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও পুরুলিয়া। সূত্র: আনন্দবাজার পত্রিকা