ভারতের পার্লামেন্টে আস্ত বেগুনে কামড় দিলেন সাংসদ

ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে কাঁচা বেগুনে কামড় দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এনডিটিভি জানিয়েছে, কাকলি বারাসাতের সাংসদ।  

গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে লোকসভায় মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি ইস্যুতে আলোচনা হচ্ছিল। সেই বিতর্কে অংশ নিয়েই কাঁচা বেগুনে কামড় দিলেন তৃণমূল কংগ্রেসের নারী সাংসদ।

বিরোধী সাংসদরা প্রথম থেকেই মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সংসদে অনুপস্থিত ছিলেন। সে কারণে আলোচনায় অনুমতি দেননি স্পিকার। গতকাল নির্মলার উপস্থিতিতেই মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনা হয়।  

আলোচনায় অংশ নিয়ে কাকলি ঘোষ দস্তিদার প্রথমেই বিষয়টি নিয়ে সংসদে আলোচনার অনুমতি দেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। তারপর তিনি জানতে চান, ‘এই সরকার কি চায় আমরা কাঁচা শাকসবজি খাই?’ এ কথা বলার পর তিনি কাঁচা একটি বেগুনে কামড় দেন।  

এরপর তিনি বলেন, ‘রান্নার গ্যাসের এমন দাম যে আগামী দিনে আমাদের কাঁচা তরকারি খেতে হবে। ‘ গত কয়েক মাসে গ্যাসের সিলিন্ডারের দাম ৬০০ থেকে বেড়ে হয়েছে এক হাজার ১০০ রুপি। তাতে সাধারণ মানুষের পক্ষে গ্যাস সিলিন্ডার কেনা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

উজ্জ্বলা প্রকল্পও মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কাকলি। রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানান তিনি।  

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY