প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। এরই মধ্যে সহস্রাধিক নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন।

LEAVE A REPLY