দক্ষিণ আফ্রিকায় গুলিতে ৪ বিক্ষোভকারী নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রদেশের থেম্বিসা এলাকায় স্থানীয়দের েআন্দোলনে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারী ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

পুলিশের গুলিতে আরো কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকালে আন্দোলন শুরু হয়। সোমবার সকালে স্থানীয়রা পানি ও বিদ্যুতের দাবিতে জ্বালাও-পোড়াও শুরু করেন। একপর্যায়ে তারা মিউনিসিপালিটি অফিসে আগুন ধরিয়ে দেন। 

এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে ৪ জন নিহতের খবর পাওয়া যায়। একপর্যায়ে আন্দোলনকারীরা স্থানীয় পুলিশ স্টেশনে হামলা করেন।

বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। বাংলাদেশিসহ স্থানীয় অধিবাসীরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার আশঙ্কা করছেন। যদিও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা ভাংচুরের খবর পাওয়া যায়নি। তবে কিছু বাংলাদেশি তাদের দোকানের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন।

LEAVE A REPLY