শস্যবাহী ইউক্রেনীয় জাহাজ তল্লাশির পর লেবাননের পথে

শস্যবাহী জাহাজ ‘রাজোনি’ ইস্তাম্বুলের বসফরাস প্রণালীতে পরিদর্শনের পর পরে ইয়াভুজ সুলতান সেলিম সেতুর নিচে দিয়ে যাচ্ছে- ছবি: এএফপি

তুরস্কের জলসীমায় তল্লাশির পর ইউক্রেন থেকে ছেড়ে আসা প্রথম শস্যবাহী জাহাজটি এর চূড়ান্ত গন্তব্য লেবাননের পথে যাত্রা করেছে।

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানিতে বাঁধা কাটানোর চুক্তি স্বাক্ষরের পর এটিই ইউক্রেনের শস্য রপ্তানির প্রথম জাহাজ।  

ইউক্রেন থেকে ছেড়ে আসা জাহাজটিতে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের একটি সমন্বিত দল তল্লাশি চালায়। রেজোনি নামের ওই জাহাজে ২৬ হাজার টন ভুট্টাদানা রয়েছে।

জাতিসংঘ বলেছে, জাহাজটিকে লেবাননে যাওয়ার জন্য গতকাল বুধবার ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় শস্য সরবরাহ বন্ধ হয়। এতে বৈশ্বিক খাদ্যসংট তৈরি হয়। দেখা দেয় মূল্যস্ফীতি। এনিয়ে মস্কো ও ইউক্রেন পরষ্পরকে দোষারোপ করছিল। পরে তুরস্ক সরকার ও জাতিসংঘ গত মাসে বিবদমান দুই পক্ষকে আলোচনায় বসিয়ে শস্য রপ্তানির পথ পরিষ্কার করে। চুক্তির আওতায় গত সোমবার ইউক্রেনের অডেসা বন্দর থেকে জাহাজটি লেবাননের বন্দরের দিকে যাত্রা শুরু করে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY