জাওয়াহিরি হত্যার দাবির বিষয়ে তদন্ত করছে তালেবান

মার্কিন বিমান হামলায় আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি আফগানিস্তানে বাস্তবেই নিহত হয়েছেন কিনা তা তদন্ত করছে তালেবান।

বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মুজাহিদ বলেছেন, আয়মান আল জাওয়াহিরির আফগানিস্তানে প্রবেশ বা অবস্থানের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না এবং এখনও নেই।

গোয়েন্দা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে সার্বিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে কাতারের দোহায় অবস্থিত তালেবান দফরের রাজনৈতিক শাখার প্রধান সুহাইল শাহিন গণমাধ্যমকে বলেছেন, আফগানিস্তান আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই।

গত সোমবার  কাবুলের একটি বাড়িতে ছিলেন আয়মান আল-জাওয়াহিরি। ড্রোন থেকে দুটি মিসাইল ছুড়ে জাওয়াহিরিকে হত্যা করা হয়।  যখন ড্রোন থেকে মিসাইল ছোড়া হয় তখন তিনি ওই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। তবে মিসাইল হামলায় জাওয়াহিরির পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি হয়নি। 

এক দশকের বেশি আগে আল কায়েদার তৎকালীন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনকে হত্যার পর এটাই ওই সংগঠনের ওপর সবচেয়ে বড় আঘাত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 

অবশ্য মার্কিন ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করলেও তালেবানের তরফ থেকে জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলার সত্যতা স্বীকার করে এই পদক্ষেপকে সেদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে তালেবান। 

কাবুল বলেছে, আন্তর্জাতিক রীতি-নীতি লঙ্ঘন করে এই হামলা করা হয়েছে এবং তারা এই পদক্ষেপের নিন্দা জানায়।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY