জাওয়াহিরির হত্যাকারী ড্রোন কিরগিজস্তান থেকে উড়েছিল?

আয়মান আল জাওয়াহিরি-ছবি: এএফপি

আফগানিস্তানের কাবুলে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ওপর হামলাকারী  ড্রোনটি মধ্য এশিয়ার কিরগিজস্তান থেকে পাঠানো হয়ে থাকতে পারে। বুধবার মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত রবিবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, জাওয়াহিরি খুব সকালে কাবুলের একটি সুরক্ষিত বাড়ির ব্যালকনিতে পা রাখা মাত্রই ড্রোনের বহন করা দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। তবে ড্রোনটি কোথা থেকে রওনা হয়েছিল সে তথ্য প্রকাশ করেনি মার্কিন সরকার। দেশটির প্রতিরক্ষা বিভাগের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, কাবুলে এক অভিযানে জাওয়াহিরি নিহত হয়েছেন। সেখানে তালেবানের অতিথি হিসেবে থাকছিলেন তিনি।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম প্রতিষ্ঠান বলেছে, উত্তর কিরগিজস্তানের এক বিমানঘাঁটি থেকে হামলাটি করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে, এটি কিরগিজস্তানে অবস্থিত সাবেক এক মার্কিন সামরিক ঘাঁটি। বিশকেক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এর অবস্থান। মার্কিন বিমানবাহিনী এটি পরিচালনা করত। ২০১৪ সালের জুনে কিরগিজ সেনাবাহিনীর কাছে ওই ঘাঁটি হস্তান্তর করা হয়। সূত্র : দ্য ডন।

LEAVE A REPLY