প্রতীকী ছবিঅ
মালির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় টেসিট শহরে সন্ত্রাসী হামলায় দেশটির চারজন সেনা ও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী হামলায় আরো দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে টেসিটে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কঠোর ও সমন্বিত আক্রমণের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানায় মালির সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সেই লড়াইয়ে মালির সেনাবাহিনী পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে।
সূত্র: সিজিটিএনর