জ্যাকলিন ফার্নান্দেজ
আইনি জটিলতা ও সংবাদমাধ্যমগুলোর নেতিবাচক খবর পরিবেশন আর নেটিজেনদের বিরূপ মন্তব্যে নাজেহাল অবস্থা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। এ নিয়ে পুরোপুরি বিধ্বস্ত এই বলিউড অভিনেত্রী। কয়েক দিন আগে এ কথা অকপটে স্বীকার করেছেন তিনি।
বলা হচ্ছে, ভারতের গণমাধ্যম রসালো করে এই খবর তুলে ধরছে, ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক আছে।
ফলে একাধিকবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে।
জ্যাকলিন বলছেন, ‘বিদেশ সফরেও বাধা দেওয়া হয়েছে বেশ কয়েকবার। এতে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ’
নেতিবাচক মন্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমে মুখ খুলেছেন জ্যাকলিন। কিছু প্রশ্ন সবার সামনে রেখে বলেছেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। এই চাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করে, তাহলে আপনার অস্বস্তি শুরু হবে। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভালো। আমি কী দোষ করেছি, কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ বেড়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’
জ্যাকলিন এই অনুরোধও করেছেন, সত্য প্রকাশ না পাওয়া পর্যন্ত সবাই যেন তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকে। এখনো মানুষের প্রতি তিনি আস্থা হারাননি। তাই সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করে যাচ্ছেন। গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে জ্যাকলিন ফার্নান্দেজের নতুন ছবি ‘বিক্রান্ত রোনা’। এতে তাঁকে দেখা গেছে দক্ষিণ ভারতীয় ছবির আলোচিত অভিনেতা কিচ্চা সুদীপের সঙ্গে।