ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। ক্রিমিয়ায় নিযুক্ত রুশ প্রশাসনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।  

আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ক্রিমিয়ার বিমানঘাঁটির পাশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি জানানো হয়নি।

পরে বিবিসি জানায়, ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলের সাকি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও বেশ কয়েকটি বিস্ফোরণ হতে দেখা যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবারুদ বিস্ফোরণ হয়েছে। তবে এতে গোলাবারুদ রাখার স্থানের কোনো ক্ষতি হয়নি।

২০১৪ সাল থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। দখলে রাখা ক্রিমিয়ায় মস্কোর নিয়োগ করা আঞ্চলিক প্রশাসকের উপদেষ্টা ওলেগ ক্রুচকভ জানিয়েছেন, নোভোফেদোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখেছে স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও ওই ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। তবে সেসব ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২০১৪ সালে ক্রিমিয়া ইউক্রেনের কাছ থেকে দখলে নেয় রাশিয়া। যদিও বেশির ভাগ দেশ রুশ দখলদারত্বের স্বীকৃতি দেয়নি।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY