অস্ট্রেলিয়া মাতিয়ে এলেন দোলা

গেল মাসের শেষ প্রান্তে অস্ট্রেলিয়ার ডারউইনে গিয়েছিলেন এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা আসিয়া ইসলাম দোলা। মূলত অস্ট্রেলিয়ার একটি বাংলাদেশি অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই দোলা গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন শেষে সেখানে এক সপ্তাহ ঘুরে বেড়ান এবং একটি ওয়ার্কশপও করান দোলা। অস্ট্রেলিয়া সফর শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন তিনি।

দোলা জানান, মঞ্চে তার গানে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-দর্শক। দোলা যখন মঞ্চে উঠেন একের পর এক আরও গান গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ আসতে থাকে। মঞ্চে টানা যে গানগুলো দোলা পরিবেশন করেন, সেগুলো হচ্ছে- ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘সাদা সাদা কালা কালা’ ছাড়াও কিছু দেশাত্মবোধক গান ও কিছু হিন্দি গানসহ আরও বেশ কিছু জনপ্রিয় গান।

দোলা বলেন, পুরো আয়োজনটিই ছিল এক কথায় অসাধারণ। রানা ভাই ও রাজীব ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাদের সর্বাত্মক সহযোগিতার কারণেই আমি চমৎকারভাবে পারফরম্যান্স করতে পেরেছি। আর যারা আমাদের নিমন্ত্রণ করেছিলেন, তারাও বেশ আন্তরিক ছিলেন। তাদের আতিথেয়তা, তাদের ভালোবাসায় মুগ্ধ আমি। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমার সংগীতজীবনে স্মরণীয় হয়ে থাকার মতো একটি ট্যুর এটি।

গেল বৈশাখে তার সর্বশেষ মৌলিক গান ‘এলোরে বৈশাখ’ প্রকাশ হয়। গানটি দোলারই লেখা ও সুর করা। আরটিভি ফোক স্টেশনের সিজন ফোর-এ দোলা তিনটি গান গেয়েছেন। গান তিনটি হচ্ছে- ‘পোষা পাখি’,‘ কৃষ্ণ পক্ষ’, ও ‘ শিরনী খাওয়া’। এরই মধ্যে তার নিজের তিনটি মৌলিক গানও প্রকাশিত হয়েছে। গানগুলো হচ্ছে- ‘হেলে দুলে’-লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন লিংকন এবং পুনঃসংগীতায়োজন করেছেন আবিদ কবির, দোলার নিজের কথা ও সুরে ‘কাঁচের চুড়ি’-সংগীতায়োজন করেছেন আবিদ কবির এবং ‘পারি না সামলাতে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। এ ছাড়া তৈরি আছে ‘বন্ধু কৃষ্ণ আমি রাধা’, গানটি লিখেছেন আহসান শাহ এবং সুর করেছেন এফকে স্বপন, সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ। এ ছাড়া অটমুনাল মুনের লেখা ও সুরে আরও একটি গান তৈরি আছে। দোলা নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত রয়েছেন। স্টেজ শোতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

LEAVE A REPLY