শর্ত মতো এক ব্যক্তিকে তুরস্কে পাঠাচ্ছে সুইডেন

কঠিন শর্ত দিয়েছেন এরদোয়ান-ছবি: এএফপি

ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আবেদন সমর্থন করতে তুরস্ক কিছু শর্ত দিয়েছিল। সুইডেনে আশ্রয় পাওয়া ‘দেশদ্রোহী’ কিছু কুর্দির প্রত্যর্পণ ছিল তার অন্যতম। সেই শর্তের তালিকা অনুযায়ী এক ব্যক্তিকে তুরস্কের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। রাষ্ট্রীয় টেলিভিশন এসভিটি এ কথা জানিয়েছে।

এসভিটির খবরে জানা যায়, তুরস্ক সুইডেনের কাছে প্রত্যর্পণ চেয়ে যে তালিকা দিয়েছিল, সেখানে লোকটির নাম রয়েছে। তবে সুইডেনের আইনমন্ত্রী মরগান জোহানসন দাবি করেছেন, এটি একটি স্বাভাবিক আইনানুগ বিষয়। এর সঙ্গে তুরস্কের প্রত্যর্পণ তালিকার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ২০১৩ এবং ২০১৬ সালে তুরস্কের সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড নিয়ে অনিয়মের অপরাধে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তুরস্কে প্রত্যর্পণের জন্য ওই ব্যক্তিকে ২০২১ সালের শেষ দিক থেকে সুইডেনের কারাগারে আটক রাখা হয়েছে।

এসভিটির প্রতিবেদন অনুসারে, ন্যাটোতে সুইডেনের যোগদানের আলোচনা শুরু হওয়ার পর থেকে প্রত্যর্পণ কার্যকর করার ক্ষেত্রে সুইডিশ সরকারের এটিই প্রথম সিদ্ধান্তের ঘটনা।

LEAVE A REPLY