ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বছরও রাখি পাঠালেন জন্মসূত্রে পাকিস্তানি বোন কামার মহসিন শেখ। ভাই মোদির জন্য রেশমের ওপর সরু সূতার কারুকাজ করা রাখিটি নিজেই বানিয়েছেন মহসিন।
প্রায় ২৭ বছর ধরে নরেন্দ্র মোদিকে রাখি পাঠাচ্ছেন তার পাকিস্তানি বোন। নিজের হাতে রাখি তৈরি করে যেমন ভাই মোদির সুস্বাস্থ্যের প্রার্থনা করছেন, তেমনি প্রার্থনা করছেন মোদির রাজনৈতিক সাফল্যও।
কামার মহসিন শেখের জন্ম পাকিস্তানে হলেও বিবাহসূত্রে বর্তমানে ভারতে থাকেন তিনি। এ বছর একটি বিশেষ রাখি তৈরি করে খবরের শিরোনামে উঠেছেন তিনি।
কীভাবে মোদি তার ভাই হলেন, তাও জানিয়েছেন মহসিন শেখ। স্মৃতিচারণ করেছেন ২৭ বছর আগের একটি ঘটনাও। ঘটনা চক্রে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় তার। আর প্রথম সাক্ষাতেই কামার মহসিনকে বোন বলে সম্বোধন করেছিলেন মোদি।
মোদি জিজ্ঞাসা করেছিলেন ‘ক্যাসি হো বেহেন’? প্রথম সাক্ষেতে নরেন্দ্র মোদির এই বোন সম্বোধন স্পর্শ করেছিল পাকিস্তানি বংশোদ্ভূত নারীকে। তারপর থেকেই মোদিকে রাখি বাঁধার সিদ্ধান্ত নেন। প্রতি বছরই নিয়ম করে মোদির হাতে রাখি বাঁধছেন কামার মহসিন শেখ।
ওই নারী আরো জানিয়েছেন, বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ সাংহানির সঙ্গে তার পরিচয় ছিল। ওই বিজেপি নেতার দিল্লিতে একটি সরকারি বাড়ি ছিল। সাক্ষাতের প্রথম দিন নয়াদিল্লির ওই বিজেপি সাংসদের সরকারি বাসভবনেই ছিলেন নরেন্দ্র মোদি।
সন্ধ্যার সময় বিজেপি সাংসদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহসিন এবং তার স্বামী। তখনই মোদির সঙ্গে পরিচয় হয় তাদের। তিনি কেমন আছেন, জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী।
প্রথম সাক্ষাতের কয়েকদিন পরেই ছিল রাখিবন্ধন উৎসব। আর ওই শুভদিনে বোনেরা ভাইদের মঙ্গলকামনা করে রাখি যে বাঁধে, তা তার জানা ছিল।
সে অনুসারে তিনিও মোদির হাতে রাখি বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তারপর থেকে ভাই-বোনের সম্পর্ক মজবুত হয়েছে বলে জানিয়েছেন কামার মহসিন।
এবছর বোন মহসিনের খুব ইচ্ছা ছিল দিল্লিতে উপস্থিত থেকে ভাই নরেন্দ্র মোদির হাতে রাখি বাঁধার। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি তার। তাই রাখি পাঠিয়ে কর্তব্য সারতে হয়েছে তাকে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া।