স্ত্রীকে অপহরণ করাতে ৬০ হাজার ডলারের বিটকয়েন দিয়েছেন ডাক্তার স্বামী!

ডা. রোনাল্ড ক্রেগ ইলগ (৫৫)

ওয়াশিংটনের স্পোকেনে ডা. রোনাল্ড ক্রেগ ইলগ (৫৫) নামের এক নবজাতক বিশেষজ্ঞ পাঁচ থেকে আট বছর কারাভোগের শাস্তি পেতে পারেন। তার বিরুদ্ধে একজন সাবেক সহকর্মীকে মারতে এবং নিজের স্ত্রীকে অপহরণ করতে ডার্ক ওয়েবের কয়েকজন হিটম্যানকে ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বিটকয়েন পরিশোধ করার অভিযোগ আনা হয়েছে। আগামী ৪ নভেম্বরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে এ শাস্তির সিদ্ধান্ত আসতে পারে।

অপরাধ স্বীকার করে ইলগ বলেছেন, ২০২১ সালে ডার্ক ওয়েবে বেশ কয়েকজন অপরাধীর সাথে তিনি যোগাযোগ করেন।

উদ্দেশ্য ছিল তার একজন সাবেক সহকর্মীর হাত ভেঙে দেওয়া। পরিচয় গোপন রাখতে ছদ্মনাম হিসেবে ‘স্ক্যার২১৫’ নাম ব্যবহার করতেন তিনি। প্রাথমিকভাবে তিনি দুই হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বিটকয়েন পরিশোধ করে অপরাধীদের তার সহকর্মীর ছবি এবং ঠিকানা পাঠান। কাজটি শেষ করে প্রমাণ দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, সফল হলে ভবিষ্যতে তিনি আরো একটি কাজ দেবেন।

পরবর্তী সময়ে তিনি আরেকটি কাজের জন্য ডার্ক ওয়েবের অপরাধীদের প্রায় ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বিটকয়েন পরিশোধ করেন। এবার তিনি তার স্ত্রীকে অপহরণ করে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে হেরোইন প্রবেশ করাতে নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল যাতে তার স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত থেকে ফেরত আসেন। ইলগের স্ত্রী ইতিমধ্যে ডিভোর্সের কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু অভিযুক্ত ডাক্তার আশা করেছিলেন এ ঘটনার পর তার স্ত্রী ডিভোর্সের সিদ্ধান্ত বাদ দিয়ে আবার তাদের ব্যর্থ দাম্পত্য জীবনে ফেরত আসবেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অপরাধীদের সাথে ইলগের আদান-প্রদান করা বার্তাগুলো উদ্ধার করেছে। এফবিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে ইলগ দাবি করেন, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, যা আসলে মিথ্যা। এ ছাড়া তার বিরুদ্ধে করা মামলার একজন প্রধান সাক্ষীকে তিনি চিঠি পাঠিয়ে তাকে বিয়ে করার জন্য অনুরোধ করেন, যাতে তিনি মামলা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে পারেন।

এফবিআইয়ের শীর্ষ এজেন্ট মাইকেল হেইলার নিশ্চিত করেছেন, সংস্থাটি এ ধরনের অপরাধের তদন্ত চালিয়ে যাবে এবং দেরি হওয়ার আগেই প্রতিরোধ করবে।

মার্কিন অ্যাটর্নি ওয়াল্ড্রেফ অপরাধের বিষয়ে মন্তব্য করে বলেন, এই মামলাটির মাধ্যমে সাইবারস্পেস এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অপরাধীদের সংঘটিত হিংস্র অপরাধগুলোর চিত্র উঠে এসেছে। ইলগ দুজন ভুক্তোভোগীকে টার্গেট করতে বেশ কয়েকজন ডার্ক ওয়েব অপরাধীকে বিটকয়েন দিয়েছিলেন।

একই রকম অপরাধে এ মাসের শুরুর দিকে মার্কিন কর্তৃপক্ষ মিসিসিপির পেলাহাচির ৪০ বছর বয়সী বাসিন্দা জেসিকা স্লেজকে ১০ বছরের জন্য ফেডারেল কারাগারে পাঠিয়েছেন। স্লেজ তার স্বামীকে হত্যা করতে একজন ডার্ক ওয়েব অপরাধীকে ১০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বিটকয়েন প্রদান করেছিলেন। এফবিআই পুরো চক্রান্ত শনাক্ত করে স্লেজকে বিচারের আয়তায় আনে। কারাদণ্ড ছাড়াও তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। এ ছাড়া মুক্তি পাওয়ার পর তিন বছর তার সকল কর্মকাণ্ড আইন প্রয়োগকারী সংস্থা কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।

সূত্র : ক্রিপ্টোপটেটো 

LEAVE A REPLY