এবার যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে ‘ট্র্যানজিট’ চালাবে

বাইডেনের উপদেষ্টা কার্ট ক্যাম্পবেল -ছবি:এএফপি

যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে নতুন ‘আকাশপথ ও সামুদ্রিক ট্র্যানজিট’ পরিচালনা করার পরিকল্পনা করছে। হোয়াইট হাউস বলেছে, এ পদক্ষেপটি স্বশাসিত দ্বীপটির চারপাশে চীনের সামরিক মহড়ার প্রতিক্রিয়া।

এই মাসের শুরুতে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির আলোচিত সফরের সময় চীন তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া পরিচালনা করে।

তাইওয়ানকে বেইজিং তাদের বিদ্রোহী অঞ্চল বলে মনে করে।

এবারের চীনা মহড়াটি ছিল তাইওয়ান প্রণালীতে দেশটির সর্বকালের বৃহত্তম মহড়া।

এশিয়া-প্যাসিফিক বিষয়ক হোয়াইট হাউসের সমন্বয়কারী এবং  প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কার্ট ক্যাম্পবেল বলেছেন, ‘উত্তেজনা সত্ত্বেও মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইনের অনুমোদন সাপেক্ষে আকাশপথে উড্ডয়ন ও নৌযান চালানো অব্যাহত রাখবে। এটি নৌ চলাচলের স্বাধীনতার প্রতি আমাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ’

মার্কিন পরিকল্পনার মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে প্রচলিত আকাশ ও সমুদ্রপথের ট্র্যানজিট পরিচালনা অন্তর্ভুক্ত, বলে সাংবাদিকদের জানান কার্ট ক্যাম্পবেল।

কার্যক্রমটি বাস্তবায়নের জন্য কী ধরনের মোতায়েন করা হবে, ক্যাম্পবেল তা নিশ্চিত করেননি। ক্যাম্পবেল বলেন, ‘প্রণালী পাড়ির প্রকৃতি বা সময়সূচি সম্পর্কে তার কোনো মন্তব্য নেই’।

প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা আরো বলেন, বিষয়টি নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে আরো গভীর অর্থনৈতিক সম্পর্কের একটি ‘উচ্চাভিলাষী রোডম্যাপ’ ঘোষণা করতে প্রস্তুত। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY