তুরস্কে পৌঁছেছে সেই জাহাজ

জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তির অধীনে ইউক্রেন থেকে ছেড়ে যাওয়া প্রথম গম বোঝাই জাহাজটি তুরস্কে পৌঁছেছে। তুরস্কের যৌথ সমন্বয় কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মধ্য আমেরিকার দেশে বেলিজের পতাকাবাহী ‘সোরমোভস্কি’ নামের জাহাজটি তিন হাজার ৫০ টন গম নিয়ে শুক্রবার ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়ে যায়।

জাহাজটি বসফরাস প্রণালী পার হয়ে বর্তমানে তুরস্কে তল্লাশির জন্য অপেক্ষা করছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। 

যুদ্ধের কারণে পাঁচ মাস আটকে থাকার পর ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে শস্য রপ্তানি পুনরায় শুরু করতে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়। এর পর গত দুই সপ্তাহে মোট ১৪টি জাহাজ ইউক্রেন ছেড়েছে।

ইউক্রেনীয়  শস্য সরবরাহ বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মারাত্মক খাদ্য ঘাটতি, এমনকি দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন বাস্তবতায় তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানির বিষয়ে চুক্তি হয়।

ইউক্রেনে গত বছরের ফসল থেকে প্রায় ২০ মিলিয়ন টন শস্য উবৃত্ত রয়েছে। এ বছরও ২০ মিলিয়ন টন গম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY