‘ক্রিকেট হয়ে যাচ্ছে ফুটবলের মতো, এটাকে রক্ষা করতে হবে’

দেশে দেশে চলমান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের দাপটে আন্তর্জতিক ক্রিকেট বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি আইপিএলের উইন্ডো দিতে আন্তর্জতিক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ারও রেকর্ড আছে। এখন যেন আন্তর্জাতিক ম্যাচের চেয়ে টি-টোয়েন্টি লিগই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেমনটা হয়েছে ফুটবলে।

চার বছর পরপর বিশ্বকাপ ছাড়া ফুটবলের পুরোটাই চলে ক্লাব পর্যায়ের প্রতিযোগিতা দিয়ে। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব এমনটাই মনে করেন।

সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ক্রমেই মলিন হয়ে যাচ্ছে। আইসিসির এখন আরো অনেক বড় দায়িত্ব খেলাটাকে রক্ষা করার। এটা তো ইউরোপিয়ান ফুটবলের মতো হয়ে যাচ্ছে। ফুটবলে দেশের সঙ্গে দেশ খুব একটা খেলে না, চার বছরে একবার খেলে। ক্রিকেটেও কি এ রকম হচ্ছে, শুধু বিশ্বকাপ হবে আর বাকি সময়টায় ক্লাব ক্রিকেট? ক্রিকেটাররাও কি দিনশেষে শুধু আইপিএল, বিগ ব্যাশ বা এই রকম লিগে খেলবে? আইসিসিকে তাই আরো সময় নিয়ে দেখতে হবে, তারা কিভাবে ওয়ানডে ক্রিকেট ও টেস্ট ম্যাচ ক্রিকেটকে রক্ষা করতে পারে, শুধু ক্লাব ক্রিকেট নয়। ’

উল্লেখ্য, এত দিন আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, সিপিএল, বিপিএল, এলপিএল পর্যন্তই ফ্র্যাঞ্চাইজি লিগ সীমাবদ্ধ ছিল। নতুন করে শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের লিগ ও দক্ষিণ আফ্রিকার লিগ। দুটিই শুরু হবে আগামী জানুয়ারিতে। এতে বিপাকে পড়বে অন্যান্য লিগসহ আন্তর্জাতিক ক্রিকেট। দুঃখজনক হলেও সত্য যে, আইসিসিও এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে গুরুত্ব দিচ্ছে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি তাই আইসিসিকে আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট রক্ষায় উদ্যোগ নিতে।

LEAVE A REPLY