সরকার মানুষের জীবন-জীবিকা নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ পরিচালনা করছে। যে কারণে দেশে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে তারা ভোটের অধিকার- গণতন্ত্র সব কিছু বিসর্জন দিয়ে রাষ্ট্র রাজনীতিতে মাফিয়া ও দুর্বৃত্তদের রাজত্ব কায়েম করেছে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতাকালে এ সব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মতো সংগ্রামী ও ত্যাগী রাজনীতিকদের অনেক বেশী প্রয়োজন। খন্দকার আলী আব্বাস আজীবন শোষিত-বঞ্চিত মানুষের জন্য লড়াই করে গেছেন। তাঁর বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে অনন্তকাল ধরে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাইফুল হকসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বাম ঐক্যের আবুল কালামসহ ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী), বিপ্লবী কৃষক সংহতি, বিপ্লবী শ্রমিক সংহতি, খেতমজুর ইউনিয়ন, সংহতি সংস্কৃতি সংসদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি এবং বিভিন্ন দল ও শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
সভার শুরুতে খন্দকার আলী আব্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিভিন্ন জেলায়ও একই কর্মসূচী গ্রহণ করা হয়।