গুলি করে ককটেল ফাটিয়ে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজারে আলামিন জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ঢুকে মালিক স্বপন বর্মণের পায়ে গুলি করে।

এ সময় দোকানের অন্যান্য কর্মচারীরা দৌড়ে পালিয় যায়। কি পরিমাণ স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে দেড়শ থেকে দুইশ ভরি স্বর্ণালঙ্কার দোকান থেকে লুট হয়েছে।

গুলিবিদ্ধ স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে হেলমেটপড়া অবস্থায় ৪-৫ ডাকাত আল-আমিন জুয়েলার্সের সামনে কয়েকটি ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। এ সময় ডাকাতরা দোকানে ঢুকে দোকানের মালিক স্বপনের পায়ে গুলি করে আহত করে। এতে দোকানের অন্যান্য কর্মচারীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর ডাকাতরা দোকানে থাকা প্রায় দেড়শ থেকে দুইশ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। রাস্তায় লোকজন কম ছিল। এছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক তৈরি করে যাতে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে ভয় পায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। ডাকাতদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, কি পরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়েছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY