পুলিশের কাছে আরও সময় চাইলেন রণবীর!

কিছুদিন আগে ভারতের একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। কিন্তু ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, তাদের প্রিয় অভিনেতা ক্যামেরার সামনে একেবারে বিবস্ত্র!

নেট দুনিয়ায় রীতিমতো তুলোধুনা করে ছাড়ছেন তাকে। ঘটনার পরপর মুম্বাই ও কলকাতায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
 

সোমবার চেম্বুর থানায় হাজির দিতে যাওয়ার কথা ছিল রণবীর সিংয়ের। অনাবৃত ফটোশুট কাণ্ডে তাকে ডেকে পাঠিয়েছিল মুম্বাই পুলিশ। কিন্তু নির্ধারিত দিনে থানায় যেতে পারবেন না বলে জানিয়েছেন রণবীর। আরও দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অভিনেতা।

চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর, এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী আইনজীবী। ২৬ জুলাই সে অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানার পুলিশ।

গত ১২ই আগস্ট চেম্বুর থানার এক প্রতিনিধি দল রণবীর-দীপিকার বাড়িতে হাজির হয়ে সেই নোটিশ পৌঁছে দিয়ে আসে। যদিও সেইসময় মুম্বাইয়ের বাইরে ছিলেন রণবীর।

পুলিশকে জানানো হয়েছিল, ১৬ আগস্ট ফিরে আসবেন রণবীর। ফিরে আসার পর থানা থেকে ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু সেই পরিকল্পনার বদল ঘটল রণবীরের মত পরিবর্তনে। তার হাজিরা দেওয়ার জন্য আবার নতুন দিন ঘোষণা করবে মুম্বাই পুলিশ।

LEAVE A REPLY