কেমন হলো ‘হাউজ অফ দ্য ড্রাগন’ এর প্রথম পর্ব?

মুুক্তি পেয়েছে ‘হাউজ অফ দ্য ড্রাগন’ এর প্রথম পর্ব

রায়ান জে কন্ডাল এবং জর্জ আর আর মার্টিনের নেতৃত্বাধীন ফ্যান্টাসি ড্রামা ‘হাউজ অফ দ্য ড্রাগন’ মুক্তি পেয়েই বিশ্বজুড়ে ঝড় তুলেছে। দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পর অবশেষে প্রিয় সিরিজটির মুক্তিতে এর দর্শক মহলে উত্তেজনা ছেয়ে গেছে। তবে অনেকে প্রশ্নও রেখেছেন যে, যেখানে ‘গেইম অফ থ্রোনস’ সমগ্র ওয়েস্টেরস জুড়ে বিস্তৃত ছিল, সেখানে এর প্রিক্যুয়াল ‘হাউজ অফ দ্য ড্রাগন’ একটি প্রভাবশালী পরিবার ‘হাউজ টারগেরিয়ান’কে কেন্দ্র করে নির্মিত। তাহলে ‘হাউজ অফ দ্য ড্রাগন’ কি ‘গেম অফ থ্রোনস’ এর অসামান্য উত্তরাধিকারী হতে পারবে? প্রশ্নটির উত্তর অবশ্য অনেকটাই পাওয়া গেছে দর্শক মহলে সিরিজটি ঘিরে প্রশংসা ও পজিটিভ পর্যালোচনায়।

kalerkantho

মুুক্তি পেয়েছে ‘হাউজ অফ দ্য ড্রাগন’ এর প্রথম পর্ব

গতকাল ২১ আগস্ট এইচবিও চ্যানেলে মুক্তি পাওয়া জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাসের একটি অংশের উপর ভিত্তি করে, ‘হাউস অফ দ্য ড্রাগন’ মুলত ড্যান্স অফ দ্য ড্রাগনস অর্থাৎ উত্তরাধিকার নিয়ে টারগারিয়েনদের যুদ্ধ ও হাউস টারগারিয়েনের শেষের দিকের শুরুটাকে আলোকপাত করে নির্মিত। ডেনেরিস টারগারিয়েন (ম্যাড কুইন) এর জন্মের ১৭৩ বছর আগের ঘটনা নিয়ে নির্মিত এই নতুন সিরিজটির প্রথম পর্বে সিংহাসনে বসা রাজা ভিসারিস আই টারগারিয়েন এর সাথে তাঁর চারপাশের শত্রু ও বন্ধুরুপী প্রতিযোগিদের রাজনৈতিক দাবা খেলার বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রথম পর্বে দর্শকদের কাছে এটুকু অনুমেয় হয়েছে যে ‘গেম অফ থ্রোনস’ এ চিত্রিত প্রতিহিংসাপরায়ণ রাজা এবং রাণীদের বিপরীতে রাজা ভিসারিস একজন তুলনামূলক ভাল মানুষ। তবে শাসনের ক্ষেত্রে সে একজন বোকা রাজা। পুত্র সন্তানের জন্য আকুল আর্তনাদ ও পরবর্তীতে স্ত্রী ও নবাগত সন্তানের মৃত্যুর পরে মেয়ে রায়েনারাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করতে বাধ্য হন তিনি। এদিকে তাঁর ভাই ডেমন টারগারিয়েন সিংহাসনে বসার অন্যতম দাবিদার ভাবে নিজেকে যা আগামীতে গৃহযুদ্ধ ঘটার ইঙ্গিত রেখে দেয়।  

kalerkantho

ড্রাগনের জমজমাট লড়াইয়ে এবার দর্শক মাতাতে যাচ্ছে ‘হাউজ অফ দ্য ড্রাগন’

হাউজ অফ দ্য ড্রাগনের পারফরম্যান্সের ক্ষেত্রে প্রতিটি অভিনেতার নিখুঁত অভিনয় সকলের মন কেড়েছে। বিশেষ করে ডেমন টারগারিয়েনের চরিত্রে ম্যাট স্মিথ, প্রিন্সেস রায়েনারা টারগারিয়েনের চরিত্রে মিলি অ্যালকক ছিলেন দারুণ সাবলীল। প্রথম পর্ব থেকেই অনুমান করা যায় এর ‘ভিএফএক্স’ দুর্দান্ত হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বরাবরের মতোই আলোড়ন তুলে গেছে। রামিন ডিজাওয়াদি যিনি গেম অফ থ্রোনস-এর মিউজিক কম্পোজ করেছেন, এই সিরিজেও তাঁকে সঙ্গীতের দায়িত্ব দেওয়া হয়েছে।

kalerkantho

‘হাউজ অফ দ্য ড্রাগন’ এর প্রথম পর্বের একটি দৃশ্যে প্রিন্সেস রায়েনারা টারগারিয়েন

গতকাল থেকেই বিশ্বজুড়ে ভক্তবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হাউজ অফ দ্য ড্রাগন’ এর প্রথম পর্ব দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রশংসায় ভাসাচ্ছেন এর নির্মাণ ও কলাকুশলীদের অভিনয়কে। সেই সঙ্গে গেইম অফ থ্রোনসের আবহ ধরে রাখার ব্যাপারেও সন্তুষ্ট প্রকাশ করেছেন এর দর্শক, ভক্ত ও অনুরাগীরা।

সবমিলিয়ে বলাই যায়, বিশ্বখ্যাত গেইম অফ থ্রোনসের প্রিক্যুয়েল ‘হাউজ অফ দ্য ড্রাগন’ এবার দর্শকদের ভালো কিছু উপহার দিতে যাচ্ছে নিঃসন্দেহে।

LEAVE A REPLY