তীব্র হামলার আশঙ্কায় যে পদক্ষেপ নিল ইউক্রেন

আগামী ২৪ আগস্ট নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন।

তবে ইউক্রেনের আশঙ্কা এ স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে ইউক্রেনের ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দেবে রাশিয়া। রুশ সেনারা রকেট হামলা চালাতে পারে। 

তীব্র হামলার আশঙ্কা থেকে রাজধানী কিয়েভসহ অন্যন্য অঞ্চলে স্বাধীনতা দিবসের গণ জমায়েতসহ  সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ইউক্রেনের সরকার। খবর আল জাজিরার।

সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। বুধবার ২৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন স্বাধীন দেশ হিসেবে জন্ম হয় ইউক্রেনের। 

কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যন্য অঞ্চলেও স্বাধীনতা দিবস উদযাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন। খারকিভে রাত্রীকালীন কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। এই খারকিভে বর্তমানে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে রুশ সেনারা। 

অন্যদিকে দক্ষিণ দিকের শহর মাইকোলাইভের মেয়র ভিতালি কিম বলেছেন, তারা চিন্তা করছেন স্বাধীনতা দিবসের আগের দিন ও পরের দিন ওয়ার্ক ফ্রম হোম (বাড়ি থেকে কাজ) করার চিন্তা করছেন তারা। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY