অমিত শাহর জুতা বইছেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি

ভারতের সেকেন্দারাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দির থেকে বেরিয়ে আসছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে দেখে হাতে করে জুতা এগিয়ে দিচ্ছেন তেলেঙ্গানা বিজেপির সভাপতি বন্দিসঞ্জয় কুমার!

এমন একটি ভিডিও গতকাল সোমবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে- ওই দৃশ্য রবিবার সন্ধ্যার। সেখানে দেখা যায়, অমিত শাহ মন্দিরে ঢোকার সময় তার জুতাজোড়া নির্দিষ্ট স্থানে তুলে রাখছেন সঞ্জয়।

শাহ মন্দির থেকে বের হওয়ার সময় হাতে করে সেই জুতা তার পায়ের সামনে নামিয়ে রাখছেন তিনি।

রবিবার সাবেক কংগ্রেস বিধায়ক কোমাতিরেড্ডি রাজাগোপাল রেড্ডির বিজেপিতে যোগদান উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে তেলেঙ্গানায় গিয়েছিলেন অমিত শাহ। সে সময়ই সেকেন্দারাবাদের ওই মন্দিরে এই ঘটনা ঘটেছে।

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) এবং কংগ্রেস সঞ্জয়ের এই আচরণের নিন্দায় সরব হয়েছে। টিআরএস মুখপাত্র এম কষঙ্ক বলেন, আমাদের একটাই প্রশ্ন, গুজরাটি নেতার পায়ের জুতাজোড়া হাতে তুলে নেওয়া কি তেলেঙ্গানার আত্মমর্যাদার প্রতীক হওয়া উচিত?

তেলেঙ্গানার দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক মণিকম ঠাকুরের মন্তব্য, অমিত শাহর জুতা হাতে তুলে তেলুগু জাত্যাভিমানে আঘাত করেছেন সঞ্জয়।

রাজতন্ত্র-জমিদারির জমানায় কিংবা ব্রিটিশ আমলে এমনটা অনেক সময় ঘটত। ‘বাবু’ অথবা ‘সাহেব’কে খাজনা আদায়ে, শিকারে বের হওয়ার আগে ভৃত্য-আর্দালিরা নাগরা অথবা ‘হান্টিং শু’ পরিয়ে দিতেন। রাজা ও সাহেবদের হাত ঘুরে সেই সংস্কৃতি কালক্রমে যে গণতন্ত্রেও প্রবেশ করেছ, তেলেঙ্গানা তারই প্রমাণ দিল বলে মনে করছেন অনেকেই।
সূত্র : আনন্দবাজার।

LEAVE A REPLY