ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে গত সোমবার নয়াদিল্লিতে জড়ো হয়েছেন হাজার হাজার কৃষক। এ সময় যন্তরমন্তর এলাকায় আন্দোলনকারী কৃষকরা ব্যারিকেড ভেঙে ফেলেন।
ওই সময় তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেন। আন্দোলনের মুখে আট মাসের বেশি সময় আগে সরকার দাবি পূরণের আশ্বাস দিলে দীর্ঘ প্রতিবাদ কর্মসূচির ইতি টেনেছিলেন কৃষকরা।
তবে ভারত সরকার প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় গত সোমবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা এবং কেরালা থেকে পাঁচ হাজারের বেশি কৃষক দিল্লির রাজপথে সমবেত হন।
কর্মসূচির আয়োজক সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) এক বিবৃতিতে জানায়, কৃষকদের দাবি- সরকার সব ধরনের কৃষিপণ্য উৎপাদনের জন্য ন্যূনতম সহায়তা মূল্যের (এমএসপি) নিশ্চয়তা দেবে এবং কৃষকদের সব ধরনের ঋণ মওকুফ করবে।
সূত্র : সিএনএন।