ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় গরুচোর সন্দেহে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার এই ঘটনা ঘটে। মারধরে জড়িত সন্দেহে কয়েকজন ভারতীয়কে আটক করেছে স্থানীয় পুলিশ।
ভারতের স্থানীয় গণমাধ্যম বলছে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরযানের বড়ুয়াপাড়া একেবারেই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে সেখানকার বাসিন্দাদের বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যেই ছিলেন সালাম মুহাম্মাদ। কিন্তু কোনোভাবে বিষয়টা টের পেয়ে যান স্থানীয়রা। তারা বের হতেই চম্পট দেয় চারজন। সালাম মুহাম্মাদ গাঢাকা দেন চা বাগানে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তাকে ধরে চলে বেধড়ক মারধর। অসুস্থ হয়ে পড়েন সালাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ। তবে ততক্ষণে মারধরের জেরে মারা যান তিনি।
স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘পিটিয়ে খুনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাকে। মৃত যুবক বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ’
সূত্র : সংবাদ প্রতিদিন।