অভ্যুত্থানের নেতাকে সাময়িক বরখাস্ত করল থাই আদালত

প্রায়ুথ চান-ওচা-ছবি: এএফপি\

থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে সরকারি দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। আদালত বলেছে, ওচার প্রধানমন্ত্রী পদের মেয়াদ সংক্রান্ত আইনি চ্যালেঞ্জ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।

২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রায়ুথ চান-ওচা তার মেয়াদ অতিবাহিত করেছেন- এ দাবি করে বিরোধী দলগুলো মামলা দায়ের করেছে থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদের মেয়াদ আট বছরে সীমাবদ্ধ।

প্রাক্তন সেনাপ্রধান চান-ওচা প্রথমে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

পরে ২০১৯ সালে একটি খুবই নিয়ন্ত্রিতভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে পদ ধরে রাখেন।

সাম্প্রতিক বছরগুলোতে চান-ওচা জনগণের মধ্য থেকে ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। তার নিজের জোটের মধ্য থেকেও বাধার শিকার হচ্ছেন তিনি। চান-ওচা এখন পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক অনাস্থা ভোটে উৎরে গেছেন।

রাজনৈতিক বিরোধী এবং আন্দোলনকর্মীদের যুক্তি, চান-ওচার মেয়াদ শুরু হয়েছে তিনি যখন জান্তা নেতা ছিলেন তখন থেকেই। সামরিক নেতা হিসাবে তিনি ২০১৪ সালের মে মাসে এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন। সে বছরেরই আগস্টে নতুন সামরিক সরকারের প্রধানমন্ত্রী পদে বসেন তিনি। সমালোচকরা বলছেন, সে হিসাবে এ সপ্তাহেই তার মেয়াদ শেষ হওয়া উচিত।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY