কলকাতা হাইকোর্ট, রােদ্দূর রায়
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিতর্কিত ইউটিউবার রোদ্দূর রায়ের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোদ্দূরের অভিযোগ ছিল, রাজ্য পুলিশ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ‘অতিমাত্রায় সক্রিয়তা’ দেখাচ্ছে।
রোদ্দূর রায়কে গত ৭ জুন গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তিনি জামিনে মুক্তি পান।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের একক বেঞ্চে শুনানির জন্য ওঠে মামলাটি। এসময় রোদ্দূরের আইনজীবী উপস্থিত না থাকায় মামলাটি খারিজ হয়ে যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনলাইনে নানা রকম বিতর্কিত মন্তব্যের জেরে রোদ্দূরকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কলকাতার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, দাঙ্গা লাগানোর জন্য উসকানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, জাতিগত, ভাষাগত সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরিসহ নানা অভিযোগে রোদ্দূরকে গ্রেপ্তার করা হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা