আকাশ ছোঁয়া টুইন টাওয়ার গুঁড়িয়ে যাবে ৯ সেকেন্ডে!

মাত্র ৯ সেকেন্ডে গুড়িয়ে যাবে ভারতের রাজধানীর উপকণ্ঠ নয়ডায় ৪০ তলার গগনচুম্বী টুইন টাওয়ার। রবিবার বেলা আড়াইটায় নিয়ন্ত্রিত বিস্ফোরণে ঘটানো হবে এ ঘটনা।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলা হচ্ছে। অবৈধ নির্মাণের অভিযোগে এ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

জোড়া বহুতলের একটির নাম অ্যাপেক্স। উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে। তার উচ্চতা ৯৭ মিটার। বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ ব্যবহার করে বহুতলদুটি ভাঙা হবে। এখন জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মুম্বাই এবং দক্ষিণ আফ্রিকার দুটি প্রতিষ্ঠান যৌথভাবে ওই টাওয়ার দুটি ভেঙে ফেলার কাজ করবে। দুই ভবনে সব মিলিয়ে মোট ৯০০টি ফ্ল্যাট ছিল। সাড়ে সাত লাখ স্কয়ার ফুট এলাকা জুড়ে এই টুইন টাওয়ার। টাওয়ার সংলগ্ন এলাকায় বাস করে প্রায় পাঁচ হাজার পরিবার। রবিবার তাদের সকাল ৭টার মধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে আনা হবে বিকেল ৪টার পর।

বহুতল দু’টি ভাঙতে ৩ হাজার ৭০০ কেজির বেশি বিস্ফোরক পদার্থ ব্যবহূত হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে মাত্র ৯ থেকে ১০ সেকেন্ড। ৫৫ হাজার টন ধ্বংসাবশেষ তৈরি হবে এর থেকে।

কাছেই অবস্থিত একটি হাসপাতালে ইতিমধ্যে ৫০টি বেড বুক করে রাখা হয়েছে। যদি এই ধ্বংস প্রক্রিয়ার সময় দুর্ঘটনাবশত কেউ আহত হয় বা অসুস্থ হয়ে পড়ে সেজন্যেই এই ব্যবস্থা। এত বড় বহুতল ভাঙার পর বিপুল ধুলো উত্পন্ন হবে, তাতে শারীরিক অসুস্থতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY