বিকিরণ দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচেছে বিশ্ব: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপ গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার বিকিরণ বিপর্যয়ের আশঙ্কার মুখোমুখি হয়েছিল। রুশ অধিকৃত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র ইউক্রেনের পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সময় এ আশঙ্কা তৈরি হয়েছিল।

তিনি আরো বলেছেন, শুধু ব্যাক-আপ ইলেকট্রিসিটির জন্য জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিরাপদে কাজ করতে সক্ষম হয়। পরে বিদ্যুৎ সংযোগ আবারো সচল করা হয়।

বিবিসি জানিয়েছে, ওভারহেড লাইনে আগুন ধরে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য রাশিয়াকে দায়ী করেছেন জেলেনস্কি। ওভারহেড ইলেকট্রিক লাইনে অগ্নিকাণ্ডে ইতিহাসে প্রথমবার জাতীয় গ্রিড থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বিচ্ছিন্ন হয় যায়। এ ঘটনায় সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জেলেনস্কি আরো বলেছেন, ডিজেলে জেনারেটর চালু না করা হলে এবং সেখানে থাকা আমাদের কর্মীরা যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ না করতো, তাহলে বিকিরণের মতো দুর্ঘটনা দেখতে হতো।

স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, পরমাণু কেন্দ্রের পাশের একটি জায়গায় আগুন জ্বলছে। এ ঘটনা রুশ বাহিনীর গোলাবর্ষণের জন্যই হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি।  

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করেছে যে, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রিড থেকে নিরাপদে বিদ্যুৎ সরবরাহ রাখা অপরিহার্য।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY