দ্বিতীয় দিনের মত ড্রোন মহড়া চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এতে কল্পিত শত্রুর অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে ও সফলতার সঙ্গে ধ্বংস করা হয়। মহড়ায় ইরানের সর্বাধুনিক ১৫০ ড্রোন ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার ড্রোন মহড়ার মুখপাত্র সাইয়েদ মাহমুদ মুসাভি এই দাবি করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
তিনি বলেন, দ্বিতীয় দিনের মহড়ায় সত্যিকারের অস্ত্র ব্যবহার করা হয়েছে। কল্পিত শত্রুর লক্ষ্য বস্তুগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে, বাকিগুলো আজকের মধ্যেই ধ্বংস করা হবে।
মুসাভি জানান, ইরানের সামরিক বাহিনীর চারটি ইউনিট স্থলবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের ড্রোন পরিচালনা করে। কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকাসহ প্রায় পুরো ইরানের ভূখণ্ডের ওপর এসব ড্রোন মহড়া চালায়।
অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে আজকের মহড়ায়। এর মধ্যে কায়েম বোমা, আলমাস ক্ষেপণাস্ত্র এবং এমকে-৮২ বোমা ব্যবহার করে শত্রুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে শুরু করে জ্বালানি ট্যাংক, গোলাবারুদের ডিপো এবং রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়।