২০৩৫ নাগাদ ক্যালিফোর্নিয়ায় সব গাড়ি কার্বনমুক্ত হতে হবে

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ২০৩৫ সাল নাগাদ সব নতুন গাড়িকে কার্বন নিঃসরণমুক্ত হতে হবে বলে গত বৃহস্পতিবার একটি বিধান জারি করেছে রাজ্যটির কর্তৃপক্ষ।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম টেনে ধরতে জাতীয় পদক্ষেপের অংশ হিসেবে এই বিধান জারি করা হয়। তবে এর জন্য এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে।

এই বিধানের ফলে ১৩ বছর পর ক্যালিফোর্নিয়ার চার কোটি বাসিন্দার কোনো গাড়ি আর কার্বন নিঃসরণ করবে না বলে দাবি করছে কর্তৃপক্ষ

অর্থাত্ এগুলো তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিতে চলবে না। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা করছেন পরিবেশবিদরা।

ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড বলছে, এই সময়সীমা উচ্চাভিলাষী, কিন্তু অর্জনযোগ্য। এ বছর যে শিশুটি জন্মগ্রহণ করল ওই সময়ের মধ্যে সে মাধ্যমিক স্কুলে প্রবেশ করবে। ক্যালিফোর্নিয়ার মোটরগাড়ির খাতকে পরিবর্তনের জন্য গভর্নর গ্যাভিন নিউসমের আদেশ বাস্তবায়নে কাজ করছে এয়ার রিসোর্সেস বোর্ড। তারা বলেছে, ‘এই বিধানের ফলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাবে। ’ তারা বলেছে, এই বিধানের ফলে অঙ্গরাজ্যে ২০২৬ সাল থেকে ২০৪০ পর্যন্ত সময়ে এক হাজার ২৯০ জনেরও কম মানুষ হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এছাড়া হূদরোগে বা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া লোকের সংখ্যাও কমবে। সূত্র: এএফপি,বিবিসি।

LEAVE A REPLY