যুক্তরাজ্যে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে ৮০ শতাংশ

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বদলে দিচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র। আর যার প্রভাব থেকে বাঁচতে পারেনি খোদ যুক্তরাজ্যও। দেশটিতে জ্বালানির দাম বাড়ছে হু হু করে। দেশটির বাসাবাড়ির জ্বালানির দাম এরই মধ্যে ৮০ ভাগ বাড়ানোর ঘোষণা এসেছে।

এমনকি এ নিয়ে ব্রিটিশদের ‘জীবন সংশয়ে’ আছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবিসির খবরে। বিবিসি ও ডেইলি মেইলসহ একাধিক ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে এ খবর।

যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা অফজেম জানিয়েছে আগামী অক্টোবর থেকে যুক্তরাজ্যের বাসাবাড়ির জ্বালানি ব্যয় বেড়ে বছরে প্রায় সাড়ে তিন হাজার পাউন্ডেরও বেশি (প্রায় ৪ লাখ টাকা) হবে। যা আগে ছিল ১৯৭১ পাউন্ড (প্রায় ২ লাখ ২০ হাজার টাকা)।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, লন্ডনের বাসিন্দা জোনসের মতো আরও অনেকেই বাড়ির জ্বালানির আচমকা মূল্যবৃদ্ধিতে দিশেহারা অবস্থায় পড়েছেন। কারণ এতে শুধু রান্নার খরচই বাড়েনি, বাইরের রান্না করা খাবারের খরচও বেড়েছে। জোনস এপিকে বললেন, ‘সবই উপরের দিকে উঠছে। আমি তো আমার ভাড়াটাই দিতে পারছি না। কাউন্সিল ট্যাক্সও দিতে পারছি না। নিজেকে বারবার জিজ্ঞেস করছি, এখন আমি করবোটা কী। ’

রয়টার্স বলছে, গ্যাসের এভাবে দাম বাড়ার ফলে লাখ লাখ ব্রিটিশ ‘জ্বালানি দারিদ্র্য’-এর শিকার হবে।

এপির খবরে বলা হয়েছে, আচমকা এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম বৃদ্ধি। যার কারণে ইউরোপের অনেক দেশ জ্বালানি মজুত শুরু করেছে। যুক্তরাজ্যসহ সেখানকার দেশগুলোকে ঘর গরম করতেও প্রচুর বিদ্যুৎ ও গ্যাস পোড়াতে হয়। আর তাই বিশ্বের সাতটি ধনী দেশের মধ্যে থাকা যুক্তরাজ্যও সর্বোচ্চ মুদ্রাস্ফীতির শিকার হয়েছে এবং সেখানে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। দেশটির মুদ্রাস্ফীতি জুলাই মাসে ৪০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১০ দশমিক ১ শতাংশের উপরে উঠে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বছরের শেষে বড় ধরনের মন্দার আশঙ্কাও করছে ব্যাংক অব ইংল্যান্ড।

LEAVE A REPLY