অনুব্রত মণ্ডল কালীর ভক্ত। এখন সেই নেতা জেলে রয়েছেন। এই দুই ঘটনা প্রায় সবার জানা। গতকাল ছিল কৌশিকী অমাবস্যা।
তবে এই অমাবস্যায় কারাগারে থাকলেও তার কালীপূজায় কোনো ছেদ পড়েনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে উঠে স্নান সেরেই কালীপূজা করেছেন তিনি।
সংশোধনাগারে তিনি ঠিক খুঁজে পেয়ছেন কালীর ছবি। সেখানেই লাল জবা ফুল এবং নকুলদানা দিয়ে পূজা দিয়েছেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে কালীপূজা বহু চর্চিত। যেকোনো নির্বাচন থেকে বড় কাজ, তার আগে তিনি বারবার ছুটে গেছেন কালীপূজা দিতে। কখনো যেতেন তারাপীঠ, কখনো কঙ্কালীতলা।
গরুপাচার মামলায় বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। তবে অন্যান্য বছর এই দিনে তারাপীঠে গিয়ে মহা ধুমধামে পূজা দিতেন এই তৃণমূল নেতা।
সূত্র : আজকাল।