পার্থ চট্টোপাধ্যায়কে কারাগারে গিয়ে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। এসএসসি দুর্নীতি কাণ্ডে আটক পার্থ এখন রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। স্থানীয় সময় শুক্রবার সকালে সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।
তবে পার্থর থেকে কী কী জানতে চেয়েছেন ইডি কর্মকর্তারা, তা প্রকাশ্যে আসেনি।
গত ১৮ আগস্ট পার্থকে ১৪ দিনের কারা হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার পর থেকে প্রেসিডেন্সি কারাগারের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের দুই নম্বর সেলের বাসিন্দা পার্থ।
প্রথমদিকে ভেঙে পড়লেও এখর অনেকটা স্বাভাবিক রয়েছেন পার্থ। ইডি সূত্রের দাবি, পার্থের ওই মানসিক অবস্থা অনেকটা কেটে গেছে। শুক্রবার পার্থকে প্রায় দুই ঘণ্টা ধরে জেরা করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। ধীরেসুস্থে ইডি কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
আগামী ৩১ আগস্ট পার্থর জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ওই দিনই তাকে আবার বিশেষ ইডি আদালতে হাজির করানো হবে। তবে নিরাপত্তার কারণে সশরীরে নয়, ভার্চুয়ালি হাজির করানো হবে পার্থকে।
তার আগে কিছু বিষয় পার্থের কাছ থেকে জানতে চাইছিলেন তদন্তকারীরা। তদন্তকারীদের মতে, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে।
সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া।