বিএনপির মিছিল ঘিরে যশোরে ধাওয়া-পাল্টা ধাওয়া গাড়ি ভাংচুর, আহত ১৫

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ঘিরে পালটাপালটি ধাওয়া হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রূপদিয়া বাজারে বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তুলে মহড়া দেন নেতাকর্মীরা। এ সময় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদের প্রাইভেটকারসহ বেশ কয়েকটি গাড়ি ও মোটসাইকেল ভাংচুর করা হয়। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় দুই দলের ১৫ জন আহত হয়েছেন।

সদর উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের সামনে সকালে বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ শেষে রূপদিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে বেশ কয়েকটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদের গাড়ি ভাংচুর হয়। এ ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আতঙ্কে রূপদিয়া বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে প্রতিরোধ গড়লে বাজার ফাঁকা হয়ে যায়।

বিকালে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে হঠাৎ করেই আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরপর আমার ইউনিয়ন পরিষদেও হামলা চালানো হয়। শোকের মাসে বিএনপি ষড়যন্ত্রের অংশ হিসেবেই অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি যশোরকে অশান্ত করার পাঁয়তারা করছে।

এর আগে দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, রূপদিয়া বাজারে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা করে ইউপি চেয়ারম্যান রাজুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন। তারা সম্মিলিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা প্রতিহত করেছেন।

LEAVE A REPLY