আটক মার্কিন সমুদ্র ড্রোন ছেড়ে দিয়েছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি মানুষবিহীন সমুদ্র ড্রোন মঙ্গলবার আটক করে পরবর্তীতে তা আবার ছেড়ে দেয়।

ইরানের সেনারা জানিয়েছে, নেভিগেশন সিস্টেম অকার্যকর হওয়া মার্কিন সমুদ্র যানটি আটক করে এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে এই ব্যবস্থা নেয়া হয়।খবর আল-জাজিরার।

গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ঘটনা পারস্য উপসাগরে মাঝেমধ্যেই ঘটেছে। এর পুনরাবৃত্তি ঠেকাতে মার্কিন ড্রোনটি আটক করা হয়।

পরে ইরানের সাপোর্ট ভ্যাসেলের কমান্ডারের নির্দেশে ড্রোনটি ছেড়ে দেয়া হয়। এ সময় পঞ্চম বহরের একটি জাহাজও ঘটনাস্থলে যায়।

তবে মার্কিন নৌবাহিনী বলছে, আইআরজিসি বিনা উসকানিতে ড্রোনটি আটকের চেষ্টা করে।

LEAVE A REPLY