বলিউডের গ্ল্যামার গার্ল রাখি সাওয়ান্ত
হাতে স্যালাইন, কিছুক্ষণ বাদেই অপারেশন। কিন্তু তার আগে হাসপাতালের রুমে নাচতে শুরু করলেন রাখি সাওয়ান্ত। নিজে তো নাচলেনই, সঙ্গে নাচালেন প্রেমিককেও!
সম্প্রতি রাখি সাওয়ান্ত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, বয়ফ্রেন্ড আদিলকে সঙ্গে নিয়ে হাসপাতালের রুমে লাইগার সিনেমার ‘আফাত’ গানে নাচছেন রাখি।
তাঁর পড়নে হাসপাতালের পোশাক। হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো। এই ভিডিওটি পোস্ট করে রাখি লিখেছেন, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে নাচতে তিনি বাধ্য। কারণ, এটা তাঁর প্রিয় গান। তবে কিসের অপারেশন হচ্ছে তা স্পষ্ট করে বলেননি রাখি।
বলিউডের গ্ল্যামার গার্ল রাখি সাওয়ান্ত
সম্প্রতি রাখি সাওয়ান্ত তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। রাখির দাবি, তাঁর প্রাক্তন স্বামী রীতেশ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করেছেন। বয়ফ্রেন্ড আদিলকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন রাখি। সেখানেই সংবাদমাধ্যমকে রাখি জানান, ‘বিয়ে করার আর দরকার নেই। আদিলের সঙ্গে খুব ভাল আছি। অহেতুক বিয়ে করব কেন! অন্যদিকে, সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী জানিয়েছিলেন, ৯০ লক্ষ টাকার গাড়ি উপহার না দেওয়ায় সম্পর্ক ত্যাগ করেন রাখি!
বলিউডে রাখি বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে বলিউড সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাখি। সেই সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। আর এবার রাখি প্রেমের খবর ফাঁস করে সবার নজর কাড়তে চাইছেন বলেই মনে করছেন অনেকে।
সূত্র : সংবাদ প্রতিদিন
দেখুন রাখির সেই নাচের ভিডিওটি :