তুরস্ক থেকে ৩০০ মিলিয়ন ডলারের ড্রোন কিনছে রোমানিয়া

বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন হিসেবে পরিচিত তুর্কি বায়রাকতার টিবি-২ ড্রোন কিনছে রোমানিয়া।

তুরস্ক বৃহস্পতিবার জানিয়েছে, ২৯৯.৬ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে রোমিনিয়া ১৮টি বায়রাকতার ড্রোন কিনতে যাচ্ছে। খবর আনাদোলুর।
 
বায়রাকতার টিবি-২ হলো তুরস্কে তৈরি আক্রমণকারী ড্রোন। এটির নকশাকার হলেন সেলজুক বায়রাকতার। তুর্কি ভাষায় বায়রাকতার শব্দের অর্থ হলো পতাকাবাহী। এটি তুরস্ক বিমান বাহিনীর জন্য প্রাথমিক ভাবে নকশা করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পার্লামেন্ট তুর্কি এসব ড্রোন কিনার বিষয়টি অনুমোদন করেছে।

যুক্তরাষ্ট্র তুরস্কে সশস্ত্র ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে বায়রাকতার টিবি২ উৎপাদনে উৎসাহিত হয়েছিল দেশটি]

বায়রাকতার টিবি-২ ২০১৪ সালের আগস্ট মাসে প্রথম উড্ডয়ণ করে।[ ২০১৫ সালের ১৮ই ডিসেম্বরে এটি প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

২০১৮ সালে কাতারের সামরিক বাহিনীর কাছে প্রথম ছয়টি ড্রোন বিক্রি করে। এর পর একই বছর ইউক্রেন সেনাবাহিনীর কাছে ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ১২টি বায়ারাকতার এবং ৩টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিক্রয়ের জন্য চুক্তি করেছিল তুরস্ক। 

ইউক্রেন ২০১৯ সালের মধ্যে সব ড্রোন হাতে পায়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে এসব ড্রোন বেশ কার্যকর ভাবে ব্যবহার করছে কিয়েভ।

LEAVE A REPLY