‘ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে’

দক্ষিণ দিকের অঞ্চলগুলো পুনর্দখল করার জন্য ইউক্রেনীয় সেনারা যে পাল্টা আক্রমণ চালাচ্ছে সেটি ব্যর্থ হচ্ছে। শুক্রবার টেলিগ্রামে এমন দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। 

এ ব্যাপারে রুশ মন্ত্রী বলেছেন, ইউক্রেনের সেনারা মাইকোলাইভ, ক্রায়েভ রিহ ও আশপাশের এলাকায় হামলা চালানো অব্যাহত রেখেছে। কিন্তু শত্রুরা অত্যাধিক ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে।

তিনি দাবি করেন, ইউক্রেনের একমাত্র লক্ষ্য হলো ‘পশ্চিমা কর্মকর্তাদের দেখানো যে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা আছে।’

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, পশ্চিম দিনিপার নদীর কাছে অবস্থানরত রুশ সেনাদের পিছু হটিয়ে দিতে চায় ইউক্রেনের সেনারা। সেখান থেকে হটিয়ে খেরসন অঞ্চলে রুশ সেনাদের পাঠাতে চায় তারা।

সের্গেই সোইগুর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

রাশিয়ার মন্ত্রী যখন এমন দাবি করলেন তখন ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পাল্টা আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে রুশ সেনারা। তারা ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। 

সূত্র: আল জাজিরা  

LEAVE A REPLY