সব পেয়েছি, এখন ব্যক্তিগত জেট বিমান চাই : কার্তিক আরিয়ান

বলিউডে হালের ক্রেজ কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান আজ বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে তিনি এখন বলিউডের সব নির্মাতার চাহিদার তুঙ্গে রয়েছেন। তিনি যত বেশি সফল হচ্ছেন, তাঁর জীবনধারাও তত পরিবর্তিত হয়েছে এবং তিনি এখন একাধিক বিলাসবহুল গাড়ির মালিক।

অভিনব গাড়ি থাকা সত্ত্বেও তিনি কিভাবে দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্কযুক্ত অংশ বজায় রাখেন, এই বিষয়ে জানতে চাইলে কার্তিক বলেছিলেন, ‘আমি এখনো ইকোনমি ক্লাসে ভ্রমণ করি।

আমি বিজনেস ক্লাসেও ভ্রমণ করি। কিন্তু যখন প্রয়োজন হয়, আমি ইকোনমি ক্লাস টিকিটে ভ্রমণ করি নির্দ্বিধায়। এ কারণেই নিয়মিত ভক্তদের স্পর্শে থাকতে পারি। ’

kalerkantho

হালের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান

তিনি আরো বলেন, মানুষ নিজেকে এসব করা থেকে বিরত রাখতে শুরু করে, যা আমি করি না। আমার স্বপ্ন আছে, আমার একটি স্বপ্নের গাড়ি ছিল এবং একটি ল্যাম্বরগিনি চেয়েছিলাম। আমি তা পেয়েছি। আমি একজন অভিনেতা হতে চেয়েছিলাম এবং তা পূরণ হয়েছে। এখন আমার স্বপ্নগুলো আরো বড় হচ্ছে। এখন আমার একটি প্রাইভেট জেটও হওয়া উচিত। আমি প্রাইভেট জেট চাই।

kalerkantho

নিজের ল্যাম্বরগিনি গাড়ির পাশে কার্তিক

যখন সাক্ষাৎকারকারী কার্তিককে বলেছিলেন যে প্রাইভেট জেট হয়তো একটু কঠিন, তখন তিনি লজ্জা পেয়ে বলেন, ‘স্বপ্ন দেখা কি এমনিতেই ছেড়ে দেব? কিছু তো এই গরিব মানুষকে ভাবতে দাও!’

এখনো একই ব্যক্তি আছেন এবং আগের মতোই খাবার খান উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি যদি মা এবং বাবার সঙ্গে একই হোটেলে যাই, আমরা গোয়ালিয়রের মতো একই খাবার খাব। আমরা একই পনির, নান এবং বুন্দি রাইতা খাব। এটি পরিবর্তন হবে না। ’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY